শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রশন, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুটপারমিট বিহীন এবং অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান
বিস্তারিত
১০ অক্টোবর ২০১৪ খ্রি সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বিল্লালহোসেন মহোদয়ের নেতৃত্বে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রশন, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুটপারমিট বিহীন এবং অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং যানবাহন সংশ্লিষ্ট সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিঊটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, সহকারী পরিচালক (বিআরটিএ), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন।
১০ অক্টোবর ২০১৪ খ্রি জেলায় জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং স্থানীয় সড়কে মোট ৪টি বিশেষ অভিযানে পরিচালনা করে মোট ৮১টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করে বিভিন্ন অংকে মোট ৬৯০০০ (উনসত্তর হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এই বিশেষ অভিযান চলমান থাকবে।




